Get All Technology Updates In Techguru Newsletter

বিদেশ থেকে টাকা পাঠানো বিকাশে টাকা পাঠানোর ও আনার উপায়

বিদেশ থেকে টাকা পাঠানো বিকাশে টাকা পাঠানোর ও আনার উপায়

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর ও আনার উপায়

বিদেশ থেকে টাকা পাঠানো বিকাশে টাকা পাঠানোর ও আনার উপায়

আমাদের দেশের জনসংখ্যার একটি উল্লেখ্যযোগ্য অংশ কর্মসূত্রে দেশের বাহিরে বাস করেন। তবে তাদের অর্জিত অর্থ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে প্রথম প্রথম সবার মনেই অনেক প্রশ্ন জাগে। অনেকেই হয়ত মনে করেন যে এটা বেশ কঠিন। সে কথা মাথায় রেখে, ২০১৬ সালে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং মাস্টারকার্ড এর সাথে এক হয়ে বর্ডার-ক্রস মানি ট্রান্সফার সুবিধা চালু করে বিকাশ

বিদেশ থেকে টাকা পাঠানো বিকাশে টাকা পাঠানোর ও আনার উপায়

বিকাশ এর সহজলভ্যতার কারণে প্রত্যন্ত অঞ্চলের বিকাশ ব্যবহারকারীগণও এই সুবিধা ভোগ করতে পারেন।

দেশের বাহির থেকে টাকা পাঠানোর এই প্রক্রিয়াতে বিদেশী ব্যাংক, মানি ট্রান্সফার অরগানাইজেশন (এমটিও) এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে একসাথে হয়ে কাজ করে বিকাশ। চলুন জেনে নেয়া যাক, দেশের বাইরে থেকে কীভাবে বিকাশে টাকা পাঠানো বা আনা যায়।

দেশের বাহির থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশের মাধ্যমে দেশের বাহির থেকে বিকাশ ইন্টারন্যাশনাল রেমিটেন্স আনতে নিচের ধাপগুলো অনুরসণ করুনঃ

  • বাংলাদেশের বাইরে বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে বিকাশের পার্টনারশীপ রয়েছে। আপনি যে দেশ থেকে বিকাশে টাকা পাঠাতে চান সেই দেশে বিকাশের অথোরাইজড ও পার্টনারড ব্যাংকের শাখা বা মানি এক্সচেঞ্জ কিংবা এমটিও এজেন্ট এর কাছে যান। তাদেরকে বলুন যে আপনি বাংলাদেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে চান।
  • বেনিফিশিয়ারি বিকাশ একাউন্ট নাম্বার এবং বিকাশ একাউন্ট যে নামে খোলা হয়েছিল, সেটি জানান।
  • অর্থ এবং বাকি তথ্য ব্যাংক/মানি এক্সচেঞ্জ কিংবা এমটিও এজেন্টকে প্রদান করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

দেশের বাহির থেকে ব্যাংক/মানি এক্সচেঞ্জ কিংবা এমটিও এজেন্ট এর সাহায্যে টাকা পাঠানোর ক্ষেত্রে নিচের বিষয়গুলো নিশ্চিত করুনঃ

[★★]  মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় জানতে এখানে ক্লিক করুন 

  • বেনিফিশিয়ারি, অর্থাৎ দেশে যাকে আপনি টাকা পাঠাবেন, তার নিকট রেজিস্টার্ড এবং ভ্যালিড বিকাশ একাউন্ট রয়েছে কিনা।
  • বেনিফিশিয়ারির বিকাশ নাম্বার এবং নাম সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা।
  • বাংলাদেশি টাকায় ট্রান্সজেকশন এমাউন্ট নির্ধারিত লিমিট অতিক্রম করছে কিনা।

মানি এক্সচেঞ্জ, ব্যাংকের শাখা এবং সংশ্লিষ্ট যেসব দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ করতে পারবেন, তার তালিকাঃ (নিচের ইমেজটি আপনার ফোনে বা পিসিতে সেইভ করে তারপর জুম করে দেখতে পারেন।)

https://www.bkash.com/sites/default/files/userfiles/files/Remittance%20List/Country-wise-MTO_Website-Image.png

এছাড়া আপনার যদি ওয়াইজ (Wise) একাউন্ট থাকে তাহলে ওয়াইজের মাধ্যমেও বিকাশে টাকা পাঠাতে পারেন। আরও উপায় ভবিষ্যতে পোস্ট করার প্রত্যাশা রইল। আমাদের সাইটে ইমেইলে সাবস্ক্রাইব করে ও আমাদেরকে ফেসবুকে ফলো করে রাখুন। আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে থাকুন যাতে আমাদের পরবর্তী পোস্টগুলো সহজেই দেখতে পারেন। এখানে ক্লিক করে আমাদের ফলো করার সকল উপায় জানতে পারবেন।

বিদেশ থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি? থাকলে আমাদেরকে কমেন্টে জানান।

5 Comments
  1. area 52 says

    You can certainly see your skills in the work you write.

    The world hopes for more passionate writers such as you who aren’t afraid to say how they believe.
    All the time follow your heart.

    my web-site area 52

Leave A Reply

Your email address will not be published.